হোম > অর্থনীতি

মিরসরাইয়ে ৮২৫ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে কৃত্রিম ফেব্রিকস ও প্যাকেজিং সামগ্রী তৈরির কারখানা করবে চীনা প্রতিষ্ঠান মিংডা (বাংলাদেশ) নিউ ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেড। প্রথমে কোম্পানিটি ৭ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার বা প্রায় ৮২৫ কোটি টাকা বিনিয়োগ করবে। আর এতে প্রায় ২ হাজার ৮৩০ লোকের কর্মসংস্থান হবে। কারখানায় কৃত্রিম তন্তুর কাপড় তৈরি এবং তা রপ্তানি করা হবে।

এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও মিংডা (বাংলাদেশ) নিউ ম্যাটেরিয়াল কোম্পানির পরিচালক হুয়াং শাংওয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানু প্রমুখ উপস্থিত ছিলেন। 

ইমিটেশন সিল্ক কটন, টাইল কটন, নিডল পাঞ্চড কটনসহ বিভিন্ন ধরনের কটন পণ্য তৈরি করবে চীনা কোম্পানি মিংডা। এ ছাড়া জিও টেক্সটাইল, জিও ব্যাগ এবং নন-ওভেন ব্যাগসহ বিভিন্ন ধরনের কৃত্রিম ফেব্রিকস ও প্যাকেজিং সামগ্রী তৈরি করবে কোম্পানিটি।

মিংডার পরিচালক হুয়াং শাংওয়েন জানান, চীনে তাঁদের বেশ কিছু কারখানা রয়েছে। কিন্তু সে দেশে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে তাঁরা বাংলাদেশে কারখানা স্থাপন করছেন। পরিবেশ ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিগগিরই তাঁরা কারখানা নির্মাণের কাজ শুরু করবেন। চলতি বছরের শেষ নাগাদ উৎপাদন কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে তাঁদের।

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ

ইবিএলের ‘এক্সিলেন্স ইন বিজনেস অ্যাওয়ার্ড’ পেল ফার্স্টট্রিপ

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

কুয়েতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করবে চীন, ৪.১ বিলিয়ন ডলারের চুক্তি

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় সোনার দাম

আইভাসের নাম বদলে হলো ‘ই-ভ্যাট সিস্টেম’