হোম > অর্থনীতি

মিরসরাইয়ে ৮২৫ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে কৃত্রিম ফেব্রিকস ও প্যাকেজিং সামগ্রী তৈরির কারখানা করবে চীনা প্রতিষ্ঠান মিংডা (বাংলাদেশ) নিউ ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেড। প্রথমে কোম্পানিটি ৭ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার বা প্রায় ৮২৫ কোটি টাকা বিনিয়োগ করবে। আর এতে প্রায় ২ হাজার ৮৩০ লোকের কর্মসংস্থান হবে। কারখানায় কৃত্রিম তন্তুর কাপড় তৈরি এবং তা রপ্তানি করা হবে।

এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও মিংডা (বাংলাদেশ) নিউ ম্যাটেরিয়াল কোম্পানির পরিচালক হুয়াং শাংওয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানু প্রমুখ উপস্থিত ছিলেন। 

ইমিটেশন সিল্ক কটন, টাইল কটন, নিডল পাঞ্চড কটনসহ বিভিন্ন ধরনের কটন পণ্য তৈরি করবে চীনা কোম্পানি মিংডা। এ ছাড়া জিও টেক্সটাইল, জিও ব্যাগ এবং নন-ওভেন ব্যাগসহ বিভিন্ন ধরনের কৃত্রিম ফেব্রিকস ও প্যাকেজিং সামগ্রী তৈরি করবে কোম্পানিটি।

মিংডার পরিচালক হুয়াং শাংওয়েন জানান, চীনে তাঁদের বেশ কিছু কারখানা রয়েছে। কিন্তু সে দেশে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে তাঁরা বাংলাদেশে কারখানা স্থাপন করছেন। পরিবেশ ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিগগিরই তাঁরা কারখানা নির্মাণের কাজ শুরু করবেন। চলতি বছরের শেষ নাগাদ উৎপাদন কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে তাঁদের।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস