হোম > অর্থনীতি

যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ পাঁচ দেশে ১৩ টন আম রপ্তানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিবিষয়ক উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জার্মানি, কাতার ও বাহরাইনে রপ্তানি হলো ১৩ টন আম। গতকাল বুধবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিবিষয়ক উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা বলেন, বাংলাদেশি আমের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে আম উৎপাদন করা হচ্ছে। আমচাষিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে কৃষি প্রণোদনা দেওয়া হবে। স্বল্প মূল্যে হর্টিকালচার সেন্টার থেকে কৃষকেরা উন্নত জাতের আমের চারা পাবেন। প্রণোদনার মাধ্যমে হর্টিকালচার সেন্টারে আমের চারা উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে সবাইকে আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সবারই কথা বলার জায়গা আছে, কিন্তু কৃষক ভাইদের কথা বলার কোনো জায়গা নেই। কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পায়।’ দেশে কৃষিজমির পরিমাণ কমলেও গবেষণা প্রতিষ্ঠানের কাজের কারণে বিভিন্ন ফসলের উৎপাদন কয়েক গুণ বেড়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আম চাষের ক্ষেত্রেও বিদ্যমান বাগানে কীভাবে ফলন বাড়ানো যায়, সে প্রযুক্তি ও জাত উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে জোর দিতে হবে।

অনুষ্ঠানে আমচাষি ও রপ্তানিকারকেরা ব্যাগিং, প্যাকিং, পরিবহন ও প্রণোদনা-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরলে দ্রুত সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম এবং কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আজ (গতকাল) পাঁচ দেশে ১৩ টন আম রপ্তানি করা হয়েছে। এর আগে ১৫ মে থেকে ২১টি দেশে ১৬৫ টন আম রপ্তানি করা হয়েছে। চলতি মৌসুমে গোপালভোগ ও হিমসাগর আম রপ্তানি হয়েছে।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত