হোম > অর্থনীতি

চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরাতে গভর্নরের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে তৎপরতা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা এ প্রক্রিয়ায় গতি ফেরাতে এখন সরকারের উচ্চপর্যায়ে একের পর এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সড়ক পরিবহন, জ্বালানি ও রেলপথবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠকে রিজার্ভ চুরির ঘটনার সর্বশেষ অগ্রগতি ও বাকি অর্থ উদ্ধারে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে দেশি–বিদেশি চক্রের সম্পৃক্তা রয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। সে জন্য প্রায় ৯ বছরেও মামলার তেমন অগ্রগতি হয়নি। বিশেষ মহল থেকে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। যদিও ফিলিপাইন সরকার ২০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। বাকি প্রায় ৮১ মিলিয়ন ডলার ফেরত আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মূলত যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে চলমান মামলায় সেই অর্থ আটকে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন অর্থ ফেরত প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। অপরদিকে রিজার্ভ চুরির ঘটনায় চলমান মামলায় জিতে বাকি অর্থ ফেরাতে করণীয় নির্ধারণে বিস্তারিত আলোচনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, রিজার্ভ চুরির অর্থ ফেরত আনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। তবে গভর্নরের সঙ্গে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও মুহাম্মদ ফাওজুল কবির খান গতকাল সকালে বৈঠক করেছেন।

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে