হোম > অর্থনীতি

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আইটি জায়ান্ট ও ড্যাফোডিল কম্পিউটারসের চুক্তি স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আধুনিক ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে আইটি জায়ান্ট ও ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমকে তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আরও গতিশীল ও স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরের উদ্দেশ্যে এ চুক্তি সাক্ষর হয়েছে। 

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মশিউর রহমান এবং ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের পক্ষে মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. রাকিব আহমেদ ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
এই চুক্তির আলোকে ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য একটি উন্নত ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি ও বাস্তবায়ন করে দেবে। যার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ছাত্র তথ্য ব্যবস্থাপনা, কোর্স নিবন্ধন, গ্রেডিং, সময়সূচি, পরীক্ষা ও স্বয়ংক্রিয় উপায়ে ফলাফল তৈরি, ব্লক চেইনের মাধ্যমে সনদপত্র যাচাইকরন, মানবসম্পদ ব্যবস্থাপনা, হিসাব ও অর্থ ব্যবস্থাপনাসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক এবং একাডেমিক প্রক্রিয়া ডিজিটালাইজডসহ সকল কার্যক্রম সহজ ও গতিশীল হবে। 
 
এই সিস্টেমের অনন্য বৈশিষ্ট্যগুলো হলো স্মার্ট ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড, দ্রুত অনমুমোদন ব্যবস্থাপনা, স্মার্ট টাস্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অপারেশনাল ফ্রেম ওয়ার্ককে ডিজিটাল ও আধুনিক হবে, যা প্রশাসনিক কাজের দক্ষতা ও শিক্ষার মানকে উন্নত করবে। 

উল্লেখ্য, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও উন্নত ও তথ্যপ্রযুক্তি সম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ইতিমধ্যে ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন শণ সিস্টেমস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিউপি), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স), আর টি এম আল কবির টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, হরসিড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সোমালিয়া), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানকে তথ্যপ্রযুক্তির সমন্বয়ে ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ও দূরশিক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস