হোম > অর্থনীতি

ভারত রপ্তানি বন্ধের ঘোষণার পর ইউরোপে গমের রেকর্ড দাম

ইউরোপের ‘রুটির ঝুড়ি’ খ্যাত ইউক্রেনে চলছে যুদ্ধ। রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই সারা বিশ্বে খাদ্য সংকট নিয়ে অশনিসংকেত দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে গম রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার। এর প্রভাব ইউরোপের বাজারে এখনই পড়তে শুরু করেছে। ইউরোপে রেকর্ড দাম উঠেছে গমের।

আজ সোমবার ইউরোপের বাজার খোলার পরেই টন-প্রতি গমের দাম ৪৫৩ ডলারে পৌঁছেছে। সাম্প্রতিক কালে এটি নতুন রেকর্ড। 

গত ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই ইউরোপের কৃষি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ ইউক্রেন। সারা বিশ্বে সরবরাহের ১২ শতাংশ গমের বাজার এই দেশের দখলে। যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য সংকটের শঙ্কায় অন্যান্য পণ্যের সঙ্গে গম রপ্তানিতেও হাত গুটিয়ে নিয়েছে ইউক্রেন।

এদিকে ভারতে চলছে তীব্র দাবদাহ। এ বছর স্মরণকালের সবচেয়ে উষ্ণ মার্চ দেখেছে দেশটি। ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় গত শনিবার ভারত সরকার বলেছে, এ বছর গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। যেখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক দেশ তারা। 

যদিও মার্চের শুরুর দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সম্ভাব্য খাদ্য সংকটের সুযোগ নিয়ে গম রপ্তানির বাজার ধরার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল ভারতের কেন্দ্র সরকার। গত সপ্তাহে গমের বিপুল ফলনের কথা জানিয়ে নয়টি দেশে রপ্তানির সম্ভাবনা খতিয়ে দেখতে বাণিজ্য দল পাঠানোর কথাও জানানো হয়েছিল। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জার্মানি সফরে গিয়ে দাবি করেছিলেন, বিশ্ব বাণিজ্য সংগঠন অনুমতি দিলে ভারত বাকি বিশ্বকে খাদ্যশস্যের জোগান দিতে এগিয়ে আসতে পারে। 

গম রপ্তানিতে নিষেধাজ্ঞার সপক্ষে যুক্তি হিসেবে নয়াদিল্লি বলছে, উৎপাদন হ্রাস এবং সারা বিশ্বে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১৪০ কোটি জনগণের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত। 

তবে গত ১৩ মে এই ঘোষণা দেওয়ার আগে যেসব ক্রয়াদেশ নেওয়া হয়েছে সেগুলো বহাল থাকবে। সরবরাহের ক্ষেত্রে অবশ্য সরকারের পূর্বানুমতি থাকতে হবে। 

ভারত সরকারের আকস্মিক এ ঘোষণার তীব্র সমালোচনা করেছে শিল্পোন্নত সাত দেশের সংগঠন জি-৭। এমনিতেই সারা বিশ্বে খাদ্যপণ্যের দাম বাড়ছে। ভারতের এই সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করে তুলবে আশঙ্কা তাঁদের।

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে