হোম > অর্থনীতি

২০২৯–এ বাংলাদেশে কিস্তিতে পণ্য কেনার বাজার দাঁড়াবে ১৭৬ কোটি ডলার

আগে পণ্য ক্রয় পরে মূল্য পরিশোধ (বিএনপিএল)–এই বাজার ব্যবস্থা বাংলাদেশে ক্রমেই জনপ্রিয় হচ্ছে। ২০২৪ সালে দেশে বিএনপিএল বাণিজ্য গত বছরের তুলায় ১৭ দশমিক ১ শতাংশ বেড়ে ১ দশমিক ০২ বিলিয়ন (১০২ কোটি) ডলারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। শুধু তা–ই নয়, ভবিষ্যতে এই বাজারের আকার ধারাবাহিকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যভিত্তিক বার্তা সংস্থা বিজনেসওয়্যার গবেষণা প্রতিষ্ঠান ‘রিসার্চ অ্যান্ড মার্কেটস’–এর গবেষণার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

উল্লেখ্য, বিএনপিএল হলো অনেকটা কিস্তিতে পণ্যের মূল্য পরিশোধের সুবিধা। এ ধরনের পরিষেবায় সাধারণত ক্রেতাকে স্বল্পমেয়াদে সুদ ও অন্যান্য মাসুল মুক্ত ঋণ দেওয়া হয়। ক্রেতা পণ্য কেনার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সেটির মূল্য কিস্তিতে বা একসঙ্গে পরিশোধ করেন। 

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪–২৯ সালের মধ্যে বার্ষিক চক্রবৃদ্ধি প্রবৃদ্ধি হার ১১ দশমিক ৫ শতাংশ হবে। যেখানে দেশে পণ্য পেয়ে মূল্য পরিশোধ ব্যবস্থায় মোট লেনদেনের পরিমাণ ২০২৩ সালে ছিল ৮৭২ দশমিক ৭ মিলিয়ন (৮৭ কোটি ২৭ লাখ) ডলার, ২০২৯ সালে সেটি বেড়ে দাঁড়াবে ১ দশমিক ৭৬ বিলিয়ন (১৭৬ কোটি) ডলারে। 

দেশে বিএনপিএল শিল্পের মধ্যম থেকে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির চিত্রটি বেশ আশাব্যঞ্জক। বাংলাদেশে বিএনপিএল পেমেন্ট খাত গত চার প্রান্তিকে দৃঢ় ও ধারাবাহিক প্রবৃদ্ধির রেকর্ড করেছে। এতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ক্রমবর্ধমান ই–কমার্স বাণিজ্য। 

এই প্রতিবেদনটিতে বিএনপিএল খাতের বিশদ উপাত্ত–কেন্দ্রিক একটি বিশ্লেষণ, যা খাতটি সম্পর্কে সামগ্রিক ধারণা দেয়। খুচরা পর্যায়ে বাজারে বিদ্যমান সুযোগ ও সম্ভাবনা এবং ঝুঁকিও এতে উঠে এসেছে। 

দেশীয় পর্যায়ে ৭৫ টিরও বেশি কেপিআই (পারফরম্যান্স ডেটা)–সহ এই প্রতিবেদনটি বিএনপিএল বাজারের গতিপ্রকৃতি, বাজারের আকার, পূর্বাভাস, বাজার শেয়ারের পরিসংখ্যানের একটি বিস্তৃত ধারণা তুলে ধরা হয়েছে। 

ব্যবসায়িক মডেল, বিক্রয় চ্যানেল (অফলাইন ও অনলাইন) এবং বিতরণ মডেলের ধরনের ভিত্তিতে বাজারের সুযোগ ও সম্ভাবনাগুলো যাচাই করে দেখা হয়েছে। উপরন্তু, এটি ভোক্তাদের আচরণ এবং খুচরা ব্যয়ের গতিপ্রকৃতির একটি ধারণাও এতে তুলে ধরা হয়েছে।

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক