হোম > অর্থনীতি

ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঈদুল ফিতরের আগে দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

সোমবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলে সোমবার থেকে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের প্রতি ভ‌রি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৪২ টাকায়। আগে ছিল ৬৯ হাজার ১০৯ টাকা। নতুন দাম সোমবার দুপুর ১টা থেকেই কার্যকর হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানোর কারণ হিসেবে জুয়েলার্স সমিতি বলছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) কারণে দেশীয় গোল্ড ডিলাররা চাহিদার বিপরীতে স্বর্ণবার আমদানি করতে না পারার কারণে দেশীয় পণ্য বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। এজন্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোমবার থেকেই স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ৬ হাজার ১২৫ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ৫ হাজার ৮৫৫ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ৫ হাজার ১০৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম ৪ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ই-কমার্সে দিনে ৩ হাজার কেজি গুড়ের ব্যবসা

ভোটের আগেই ৩২ প্রকল্প অনুমোদনের উদ্যোগ

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সঞ্চয়পত্র আগের সুদে বিক্রয় শুরু রোববার

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’