হোম > অর্থনীতি

এলডিসি উত্তরণের পরও শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেবে ডব্লিউটিও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তরণের পরও একতরফা শুল্ক ও কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিশেষ সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। নির্ধারিত সময়সীমা রাখা না হলেও গ্র্যাজুয়েট এলডিসিদের বাধাহীন ও টেকসই উত্তরণের জন্য প্রয়োজনীয় সময় পর্যন্ত এ সুবিধা অব্যাহত রাখার জন্য বলা হয়েছে। ২০২৬ সালে এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। এর ফলে বাংলাদেশসহ ভবিষ্যতে এলডিসি থেকে উন্নীত দেশগুলো বিশেষ বাণিজ্য সুবিধা ভোগ করবে।

জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তার জন্য ২০১৭ সালে এলডিসি মন্ত্রী পর্যায়ে আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে এলডিসি গ্রুপের পক্ষ থেকে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিক প্রস্তাবনা পেশ করা হয়।

নেগোসিয়েশনের প্রাথমিক পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বহুপক্ষীয়, জটিল ও দীর্ঘ পথ পরিক্রমায় জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন এলডিসি গ্রুপের ফোকাল পয়েন্ট হিসেবে অবদান রাখছে এবং সময়োপযোগী ও বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। গ্র্যাজুয়েশন-পরবর্তী পর্যায়ে এলডিসির জন্য ক্ষেত্রভিত্তিক বিশেষ সুবিধাদি চিহ্নিত করার আলোচনা এলডিসি উপকমিটিতে চলমান রয়েছে।

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে