হোম > অর্থনীতি

বিমান ও পর্যটন খাতে বরাদ্দ কমল প্রায় অর্ধেক

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অর্ধেকে নেমে গেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ। এবারের বাজেটে এ খাতে ২ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় অর্ধেক।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে সংশোধিত বাজেট ছিল ৪ হাজার ৮৭৮ কোটি, যা মূল বাজেটে ছিল ৫ হাজার ৬৯৫ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ ছিল ৪ হাজার ৭৮৬ কোটি টাকা। অর্থাৎ নতুন প্রস্তাবিত বাজেটটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২ হাজার ৪২৩ কোটি টাকা কম।

বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, এ খাতে বরাদ্দ কমানো হলেও সরকার অভ্যন্তরীণ বিমান চলাচলকে আরও শক্তিশালী করতে চায় এবং পর্যটনের অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত মোট বরাদ্দের মধ্যে ২ হাজার ৪০১ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এবং বাকি ৫৪ কোটি টাকা পরিচালন ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

বিমান চলাচল ব্যয় কমাতে বাজেটে সব ধরনের জেট ফুয়েল ও এভিয়েশন স্পিরিটে আমদানি শুল্কহার ৩ থেকে ১০ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া হ্রাস পেতে পারে এবং যাত্রীসংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ই-কমার্সে দিনে ৩ হাজার কেজি গুড়ের ব্যবসা

ভোটের আগেই ৩২ প্রকল্প অনুমোদনের উদ্যোগ

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’