হোম > অর্থনীতি

বিমান ও পর্যটন খাতে বরাদ্দ কমল প্রায় অর্ধেক

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অর্ধেকে নেমে গেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ। এবারের বাজেটে এ খাতে ২ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় অর্ধেক।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে সংশোধিত বাজেট ছিল ৪ হাজার ৮৭৮ কোটি, যা মূল বাজেটে ছিল ৫ হাজার ৬৯৫ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ ছিল ৪ হাজার ৭৮৬ কোটি টাকা। অর্থাৎ নতুন প্রস্তাবিত বাজেটটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২ হাজার ৪২৩ কোটি টাকা কম।

বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, এ খাতে বরাদ্দ কমানো হলেও সরকার অভ্যন্তরীণ বিমান চলাচলকে আরও শক্তিশালী করতে চায় এবং পর্যটনের অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত মোট বরাদ্দের মধ্যে ২ হাজার ৪০১ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এবং বাকি ৫৪ কোটি টাকা পরিচালন ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

বিমান চলাচল ব্যয় কমাতে বাজেটে সব ধরনের জেট ফুয়েল ও এভিয়েশন স্পিরিটে আমদানি শুল্কহার ৩ থেকে ১০ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া হ্রাস পেতে পারে এবং যাত্রীসংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস