হোম > অর্থনীতি

বিমান ও পর্যটন খাতে বরাদ্দ কমল প্রায় অর্ধেক

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অর্ধেকে নেমে গেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ। এবারের বাজেটে এ খাতে ২ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় অর্ধেক।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে সংশোধিত বাজেট ছিল ৪ হাজার ৮৭৮ কোটি, যা মূল বাজেটে ছিল ৫ হাজার ৬৯৫ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ ছিল ৪ হাজার ৭৮৬ কোটি টাকা। অর্থাৎ নতুন প্রস্তাবিত বাজেটটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২ হাজার ৪২৩ কোটি টাকা কম।

বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, এ খাতে বরাদ্দ কমানো হলেও সরকার অভ্যন্তরীণ বিমান চলাচলকে আরও শক্তিশালী করতে চায় এবং পর্যটনের অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত মোট বরাদ্দের মধ্যে ২ হাজার ৪০১ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এবং বাকি ৫৪ কোটি টাকা পরিচালন ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

বিমান চলাচল ব্যয় কমাতে বাজেটে সব ধরনের জেট ফুয়েল ও এভিয়েশন স্পিরিটে আমদানি শুল্কহার ৩ থেকে ১০ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া হ্রাস পেতে পারে এবং যাত্রীসংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

ব্যবসায়িক সংগঠনের সনদ দেওয়ার ক্ষমতা থাকছে না

চট্টগ্রাম বন্দর: ৪৫ লাখ টন পণ্য নিয়ে ভাসছে বড় বড় জাহাজ