চট্টগ্রামের জেলা পরিষদ ভবনে ট্রেড প্রসেসিং ইউনিট চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান গত শনিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ইউনিটের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ডিএমডি মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী ও মো. আসাদুজ্জামান ভূঁঞা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইভিপি আক্তার কামাল, এসইভিপি ও সিএফও (চলতি দায়িত্ব) কামাল হোসেন, ইভিপি মো. তরিকুল ইসলাম, শরাফাত উল্লাহ, মো. নাজিম উদ্দিন, এসভিপি মোহাম্মদ আমির হোসেনসহ সংশ্লিষ্ট শীর্ষ নির্বাহীরা।