হোম > অর্থনীতি

এলপিজি: ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৬৫ টাকা  

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে কমেছে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম মূসকসহ ১ হাজার ২৯৭ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৩২ টাকা করা হয়েছে। প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৬৫ টাকা। 

আজ সোমবার দুপুরে ভার্চুয়াল অনুষ্ঠান থেকে এলপিজির এই নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।

ভার্চুয়াল অনুষ্ঠানে বলা হয়, জানুয়ারি মাসের জন্য এলপিজির (১২ কেজি) দাম ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ডিসেম্বর মাসে এই দাম ছিল ১ হাজার ২৯৭ এবং নভেম্বরে ছিল ১ হাজার ২৫১ টাকা। 

বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, গত মাসে বিশ্ববাজারে প্রোপেনের দাম ৬৫০ ডলার ছিল, যেটি কমে ৫৯০ ডলারে নেমেছে। একই সঙ্গে কমেছে বিউটেনের দামও। 

দামের বিষয়ে বিইআরসির চেয়ারম্যান বলেন, বিশ্ববাজারে ডলারের ফ্লটিং এক্সচেঞ্জ রেটের কারণে এলপিজির দাম এদিক-সেদিক হচ্ছে। এলপিজি আমদানি করা প্রতিষ্ঠানের কাগজপত্র দাখিলের ভিত্তিতে আমরা ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণ করি। এবার ১৬টি প্রতিষ্ঠানের আমদানি দলিলের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের