হোম > অর্থনীতি

ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় একমাত্র বাংলাদেশি তিনি

বিশ্বের শীর্ষ ধনীদের এ বছরের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। ‘রিচেস্ট ইন ২০২৪’ শীর্ষক প্রতিবেদন অনুসারে, এখন সবার ওপরে বার্নার্ড আর্নল্ট ও তাঁর পরিবার। চলতি বছরের জানুয়ারি মাসে ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর আসন লাভ করেন বার্নার্ড আর্নল্ট। তাঁর সম্পদমূল্য ২২ হাজার ২৪০ কোটি ডলার।

এই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন সামিট গ্রুপের মালিক মোহাম্মদ আজিজ খান (৬৯)। তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি মার্কিন ডলার।

ফোর্বসের তালিকায় আজিজ খানের পরিচয় তুলে ধরা হয়েছে, তিনি বাংলাদেশে জন্মেছেন, এখন বসবাস করেন সিঙ্গাপুরে। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান।

সামিটের ব্যবসা খাতের মধ্যে রয়েছে: বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস এবং রিয়েল এস্টেস। সব ব্যবসাই বাংলাদেশে।

আজিজ খান ২০১৯ সালে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার জাপানের জেইআরএ-এর কাছে বিক্রি করে দেন। ৩৩ কোটি ডলারে এই শেয়ার বিক্রির পর কোম্পানির বাজারমূল্য দাঁড়ায় ১৫০ কোটি ডলার। তাঁর মেয়ে আয়েশা বর্তমানে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনার দায়িত্বে রয়েছেন।

২০১৪ সালে বিলিয়নিয়ারের তালিকায় আজিজ খানের অবস্থান ২ হাজার ৫৪৫ তম। ২০২৩ সালে সিঙ্গাপুরে শীর্ষ ৫০ ধনীর মধ্যে তিনি ৪১তম হয়েছিলেন।

ফোর্বসে আজিজ খানের আয়ের উৎস হিসেবে উল্লেখ রয়েছে: বিদ্যুৎ এবং ব্যক্তিগত বিনিয়োগ।

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সঞ্চয়পত্র আগের সুদে বিক্রয় শুরু রোববার

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেক্সিমকো জোর করে সুকুক বন্ড বিক্রি করে দেশের বন্ড বাজার ক্ষতিগ্রস্ত করেছে: গভর্নর

নতুন ইসলামি সুকুক বন্ড আনছে সরকার: গভর্নর

ইসলামি ব্যাংকিং শুধু ধর্মীয় আবেগ নয়, পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা: গভর্নর

সুদের হার হঠাৎ কমানো সহজ সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত