হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

বিজ্ঞপ্তি

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ‘মানি অ্যান্ড ব্যাংকিং ডেটা (এসবিএস) রিপোর্টিং অ্যান্ড রিসেন্ট চেঞ্জেস’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালার মূল লক্ষ্য ছিল ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারী ব্যাংক কর্মকর্তাদের সঠিকভাবে এস বি এস রিপোর্টিং করার গুরুত্ব, প্রক্রিয়া ও সাম্প্রতিক পরিবর্তনগুলো এবং এসেটস, লাইবিলিটিজ, অ্যান্ড ক্লাসিফায়েড লোনের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক প্রবীর কুমার সরকার, অতিরিক্ত পরিচালক মো. নুরুল ইসলাম ও ব্যাংকিং পরিসংখ্যান বিভাগের উপপরিচালক মো. তোফাজ্জল হোসেন সেশন পরিচালনা করেন। বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষকেরা অংশগ্রহণকারীদের এস বি এস রিপোর্টিংয়ের গুরুত্ব এবং এ বিষয়ে সাম্প্রতিক পরিবর্তনগুলো সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন এবং সঠিক ও নির্ভুলভাবে রিপোর্টিং করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন হয়। তিনি বক্তব্যে প্রশিক্ষণে আগত অংশগ্রহণকারীদের প্রজ্ঞার সঙ্গে সময়মতো নির্ভুল প্রতিবেদন প্রদান ও এর গুরুত্ব অনুধাবনের ওপর বিশেষভাবে নির্দেশনা দেন।

কর্মশালায় বিভিন্ন শাখা থেকে মোট ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সাউথইস্ট ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখবে।

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে