হোম > অর্থনীতি

পুঁজিবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগের দিনের মতোই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের কারণে মূল্যসূচকের পতন হলেও টাকার অঙ্কে সামান্য লেনদেন বেড়েছে।

লেনদেনের শুরুতে মূল্যবৃদ্ধির কারণে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল সূচক, যা প্রথম দুই ঘণ্টা অব্যাহত থাকে। তবে দুপুর ১২টার পর থেকে দরপতনের পাল্লা ভারী হতে থাকে। দিন শেষে সব খাত মিলিয়ে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৪টির এবং ১৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৬ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন সূচকটি কমে ১৬ পয়েন্ট। অর্থাৎ দুই দিনে সূচক কমল ৩০ পয়েন্ট।

তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৮৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা।

টাকার অঙ্কে বাজারটিতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সিএনএ টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ৮৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার।এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দাম বেড়েছে, কমেছে ৬৬টির এবং ৪৭টির অপরিবর্তিত রয়েছে।

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস