হোম > অর্থনীতি

পুঁজিবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগের দিনের মতোই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের কারণে মূল্যসূচকের পতন হলেও টাকার অঙ্কে সামান্য লেনদেন বেড়েছে।

লেনদেনের শুরুতে মূল্যবৃদ্ধির কারণে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল সূচক, যা প্রথম দুই ঘণ্টা অব্যাহত থাকে। তবে দুপুর ১২টার পর থেকে দরপতনের পাল্লা ভারী হতে থাকে। দিন শেষে সব খাত মিলিয়ে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৪টির এবং ১৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৬ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন সূচকটি কমে ১৬ পয়েন্ট। অর্থাৎ দুই দিনে সূচক কমল ৩০ পয়েন্ট।

তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৮৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা।

টাকার অঙ্কে বাজারটিতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সিএনএ টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ৮৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার।এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দাম বেড়েছে, কমেছে ৬৬টির এবং ৪৭টির অপরিবর্তিত রয়েছে।

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

ব্যবসায়িক সংগঠনের সনদ দেওয়ার ক্ষমতা থাকছে না