হোম > অর্থনীতি

ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিবের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর—নূরুন নাহার ও ড. হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে সর্বদলীয় ঐক্যের ব্যানারে দফায় দফায় বিক্ষোভ করেছেন কয়েক শ কর্মকর্তা-কর্মচারী। তাঁদের পদত্যাগের আলটিমেটামও দেওয়া হয়েছে। তবে গর্ভনর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।

আজ রোববার দুপুরে আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই ডেপুটি গভর্নরের বিরুদ্ধে বিশেষ অ্যাজেন্ডা বাস্তবায়নের অভিযোগে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এর আগে সকালে কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে দেখা করে দুই ডেপুটি গভর্নরকে পদ থেকে সরিয়ে দিতে আলটিমেটাম দেয়।

বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন গ্রুপ কয়েকটি ব্যাংক লুটপাট করেছে। এসব লুটপাটে সহায়তা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নরসহ বিভিন্ন পর্যায়ের কিছু কর্মকর্তা। সরকার পতনের পর আন্দোলনের মুখে চুক্তিভিত্তিক দুই ডেপুটি গভর্নর ও পলিসি অ্যাডভাইজার এবং বিএফআইইউর প্রধানের নিয়োগ বাতিল হলেও এখনো দুজন বহাল রয়েছেন। আবার যেসব অসাধু কর্মকর্তা ব্যাংক লুটে সহায়তা করেছেন, তাঁরাও আগের জায়গায় কর্মরত রয়েছেন। কাউকে কাউকে ভালো জায়গায় পদায়নও করা হচ্ছে। আর যোগ্য কর্মকর্তাদের ঢাকার বাইরে কিংবা অপেক্ষাকৃত দুর্বল বিভাগে পাঠানো হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাংক খাত সংস্কারে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, তা ব্যাহত হচ্ছে।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, গত ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের চেষ্টা করা হলে বদলিসহ বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। একটি সিন্ডিকেট সরকারের সহযোগিতায় ব্যাংক খাতকে ধ্বংস করেছে। এতে সহায়তা করেছে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নররা এবং তাঁদের মদদপুষ্ট কিছু চিহ্নিত কর্মকর্তা। ডেপুটি গভর্নর নূরুন নাহারের কারণে ব্যাংক সংস্কারের পরামর্শ দিতেও ভয় পাচ্ছেন অনেক কর্মকর্তা। ব্যাংকের অভ্যন্তরে নূরুন নাহার একটি আতঙ্ক। তাঁর সিন্ডিকেট বহাল থাকায় সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে।

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ

ইবিএলের ‘এক্সিলেন্স ইন বিজনেস অ্যাওয়ার্ড’ পেল ফার্স্টট্রিপ

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন