হোম > অর্থনীতি

আইএমইডির প্রতিবেদন: বরাদ্দের ০.০৭ শতাংশ খরচ, প্রকল্পের কার্যক্রম থমকে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কাজ শুরু হয়েছে নামমাত্রভাবে। এ সময়ে বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাদ্দের তুলনায় খুব কম অর্থ খরচ করেছে। বাণিজ্য মন্ত্রণালয় জুলাই-আগস্টে ৩০ লাখ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১০ লাখ টাকা খরচ করেছে, যা মোট বরাদ্দের মাত্র ১ শতাংশের কম। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

আইএমইডি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য মোট ৬টি প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৪৬১ কোটি ৭১ লাখ টাকা। জুলাই-আগস্টে এই প্রকল্পগুলোর ব্যয় হয়েছে মাত্র ৩০ লাখ টাকা, যা বরাদ্দের মাত্র ০.০৭ শতাংশ। একইভাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তিনটি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১৪৪ কোটি ৯৪ লাখ টাকা, যার মধ্যে খরচ হয়েছে ১০ লাখ টাকা, অর্থাৎ ০.০৭ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মো. কামাল উদ্দিন বলেন, বরাদ্দ অনুসারে মন্ত্রণালয় দুটির কার্যক্রম কম হয়েছে। প্রকল্পের কাজের অগ্রগতি বাড়ানোর জন্য মন্ত্রণালয় ও প্রকল্পসংশ্লিষ্টদের বার্তা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবছরই জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর প্রথম তিন মাসে প্রকল্পের কাজ কম হয়। তবে তার পর থেকে বাড়তে শুরু করে। বিশেষ করে বছরের শেষ তিন মাসে কাজের তোড়জোড় বাড়ে।

জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, নানা কারণে গত বছর বরাদ্দের অর্থ খরচ করা সম্ভব হয়নি। এ বছর যাতে শতভাগ কাজ সম্পন্ন হয়, তার উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ১ হাজার ১৯৮টি প্রকল্পের জন্য এই বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে জুলাই-আগস্ট দুই মাসে ব্যয় হয়েছে ৫ হাজার ৭১৪ কোটি ৮৩ লাখ টাকা, যা মোট বরাদ্দের ২ দশমিক ৩৯ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে (অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে জুন ২০২৫ পর্যন্ত) বাণিজ্য মন্ত্রণালয়ের ৬ প্রকল্পের ২৪৯ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দের মধ্যে খরচ করেছে ১৮৪ কোটি ২ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৭৪ দশমিক ৩ শতাংশ খরচ হয়েছে। একইভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চার প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৩৪২ কোটি ৫৮ লাখ টাকা। তার মধ্য থেকে ব্যয় করেছে ৩১১ কোটি ১৬ লাখ টাকা, যা ৯০ দশমিক ৮৩ শতাংশ।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত