দেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়িয়েছে। এখন দেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ ডলার। ডলারের বর্তমান বিনিময় হার অনুযায়ী যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে এ তথ্য জানা গেছে।
বিবিএস সূত্রে জানা গেছে, বিবিএস মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব করার জন্য সম্প্রতি নতুন ভিত্তিবছর চূড়ান্ত করেছে। ২০১৫-২০১৬ ভিত্তিবছর ধরে এখন থেকে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা করা শুরু করেছে বিবিএস। এতদিন ২০০৫-২০০৬ ভিত্তিবছর ধরে এসব গণনা করা হতো।
জানা গেছে, নতুন ভিত্তি বছরের হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার থেকে বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। অর্থাৎ মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার।