হোম > বিশেষ সংখ্যা

খোলা মাঠেও ঈদের জামাত হয়

গোলাম সাজ্জাদ, টরন্টো (কানাডা) 

ঈদ মানেই আনন্দ। প্রবাসের কর্মব্যস্ত জীবনে সেটা খুব অনুভূত হয়। কানাডা বিশাল এক দেশ। এর প্রায় সব জায়গাতেই বাঙালিরা রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে টরন্টোতে। আর টরন্টোতে বাংলাদেশিদের পাড়া হচ্ছে ড্যানফোর্থ এলাকা। ঈদ এলেই ড্যানফোর্থের প্রাণচাঞ্চল্য যেন আরও বেড়ে যায়।

দোকানে দোকানে মানুষের ভিড়। বাচ্চাদের পোশাক? অমুক দোকানে যাও। শাড়ি? আরে ওই দোকানে গেলেই হয়। দোকানে বসে ফোনেই চলছে সাজেশন। ইফতারও সেরে নেওয়া যায়

কোনো এক বাঙালি খাবারের দোকানে—বাহারি সব ইফতারির আইটেম সেখানে। ঈদের আগের দিন সন্ধ্যায় অনেক সময় অল্প কয়জন এক হয় কারও বাসায়। মেহেদি দিতে বসে মেয়েরা। কোনো এক আপু বা ভাবির তখন ভারি কদর, তাঁর মেহেদি লাগানোর দক্ষতার জন্য। ছেলেরা এখানে অনেকটাই ব্রাত্য। পাশের ঘরে চায়ের আড্ডায় তারা তখন হাতি-ঘোড়া মারতে ব্যস্ত। টরন্টোজুড়েই এখন অনেক মসজিদ। ঈদের জামাতে যোগ দেওয়া যায়, তা মোটামুটি যেকোনো জায়গাতেই বাসা হোক না কেন। অনেক মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়। টরন্টোতে এমনকি বাইরে খোলা মাঠেও ঈদের জামাত হয়। অনেকটা আমাদের ঈদগাহের মতো। এখানকার ডেনটোনিয়া পার্কে ঈদের জামাত হয়, অবশ্য যদি না তাতে প্রকৃতি বাদ সাধে।

এখানে ঈদের জন্য কোনো আলাদা ছুটি নেই। কিন্তু এ জন্য ছুটি মিলবে চাইলেই। তা সেটা বাচ্চাদের স্কুলই হোক বা বড়দের কাজের জায়গা। কানাডা সমাজের ডাইভার্সিটি বা বৈচিত্র্যকে খুবই উৎসাহ দেয়। এখানকার মূলধারার স্টোরগুলোতেও (যেমন ওয়ালমার্ট) দেখা যায়, ঈদের শুভেচ্ছা জানিয়ে ফ্লায়ার বের করেছে।

রসনাপ্রিয় বাঙালির দেখা মেলে এই ঈদের দাওয়াতেই। কী নেই সেখানে! চিনিগুড়া চালের পোলাও, চিকেন রোস্ট, মাটন রেজালা, গরুর মাংস, শামি কাবাব, ফিরনি-পায়েসের মতো অসংখ্য আইটেম তো রয়েছেই। তার সঙ্গে যোগ হয় কোয়েলের রোস্ট, শাহি টুকরা, বাটার চিকেন, তন্দুরি আরও কত-কী!
সবশেষে একটা ছোট্ট খারাপ লাগা আছে। এখনো এখানের মুসলিম সমাজ সিদ্ধান্ত নিতে পারেনি একই দিনে ঈদ উৎসবের ব্যাপারে। দেখা যায়, কিছু বাঙালি আজ ঈদ করছে, কেউ বা তার পরদিন। দাওয়াত দিতে গেলে হয় সমস্যা। প্রবাসের শত ব্যস্ততার মাঝে পাওয়া এই ঈদ আনন্দটুকু পুরো হতো যদি সবাই মিলে একই দিনে তা পালন করা যেত! 

গ্রাহক অভিজ্ঞতা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার

নিরাপত্তা ও সেবায় মার্কেট শেয়ারে এগিয়ে সিটি ব্যাংক

১৫০০‍-এর বেশি এয়ারপোর্ট লাউঞ্জে সুবিধা দেয় ঢাকা ব্যাংক

মাস্টারকার্ডেই সহজ ও নিরাপদ লেনদেন

গ্রাহকের পছন্দের শীর্ষে ইসলামী ব্যাংকের খিদমাহ

লেনদেনে শীর্ষ স্থানই লক্ষ্য ইউসিবির

বিকাশ-এ ঈদ সালামি এখন আরও বর্ণিল

দাতা-গ্রহীতার দূরত্ব ঘুচিয়ে মানবতার মেলবন্ধন বিকাশ-এর ডোনেশন সেবায়

রমজানজুড়ে অনলাইন-অফলাইনে ঈদের সব কেনাকাটাই বিকাশ পেমেন্টে সঙ্গে থাকছে বিভিন্ন ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার

বিকাশ-এ পাঠানো রেমিটেন্স স্বস্তি এনেছে প্রবাসী ও স্বজনের জীবনে