হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে পুলিশ এসল্ট মামলায় বিএনপির ৯ নেতা-কর্মী কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে আসামিরা হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

কারাগারে পাঠানো বিএনপির নেতা-কর্মীরা হলেন-হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আইয়ুব আলী পোদ্দার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, জেলা যুবদলের সদস্য জসিম উদ্দিন, নুরুল হক জিএম, তোফাজ্জল শাহ, পারভেজ আলম, মো. মান্না মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ টুটন। 

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও হবিগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নেতা-কর্মীরা কিছুদিন আগে হাইকোর্ট থেকে তিন সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। আজ স্থায়ী জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন। কিন্তু বিচারক তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

প্রসঙ্গত, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গত বছরের ২২ ডিসেম্বর হবিগঞ্জে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। এ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় বিএনপির দুই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা করে। এর আগে এ মামলায় ৪০ নেতা-কর্মী কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত