সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮৯ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, করোনায় মৃত্যু ও শনাক্ত কমতে শুরু করেছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দিন দিন পরিস্থিতি ভালো হবে।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৭২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১০ দশমিক ২১ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ৯ দশমিক ৪৪ শতাংশ, সুনামগঞ্জে ৬ দশমিক ৭৬ শতাংশ, হবিগঞ্জে ১০ দশমিক ৫৩ শতাংশ এবং মৌলভীবাজারে ১৭ দশমিক ৮২ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ৮৯ জনের মধ্যে ৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের পাঁচজন, হবিগঞ্জের দুজন এবং মৌলভীবাজার জেলার ১৮ জন।
এ নিয়ে বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৬৭৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৯০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৫৭ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭৬৩ জন রয়েছেন।
একই সময়ে সিলেট বিভাগের চার জেলায় ৩২০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১০৭ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৪৫ জন, হবিগঞ্জের তিনজন, মৌলভীবাজার জেলার ৫৬ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া আটজনের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৭৫ জন। যার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৮৫ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৭ জন ও মৌলভীবাজার জেলায় দুজন করে রয়েছেন। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে ৪৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।