হোম > সারা দেশ > সিলেট

সিলেটে করোনায় মৃত্যু ৮০০ ছাড়িয়েছে

প্রতিনিধি, সিলেট

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭০২ জন। 

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, একদিনে সিলেট জুড়ে মারা গেছেন ১৭ জন করোনা রোগী। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনসহ ১৫ জনই সিলেট জেলার বাসিন্দা। সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মারা গেছেন একজন করে। 

মারা যাওয়াদের নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৮০৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৪৩ জন মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে ৫৯ জন সুনামগঞ্জের, ৬৪ জন মৌলভীবাজারের এবং ৩৯ জন হবিগঞ্জের বাসিন্দা। 

চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৭০২ জনের করোনা ধরা পড়েছে। তাঁদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৬৭ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৪২৯ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৮৬ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও হবিগঞ্জের ৮১ জন রোগী শনাক্ত হয়েছেন। 

দুই হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৮২ শতাংশ। 

এদের নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৬৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৪৮৬ জন, সুনামগঞ্জের ৫ হাজার ৩০৭ জন, মৌলভীবাজারের ৬ হাজার ৫৪৯ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৫২২ জন রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪৭০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ জন। সব মিলিয়ে বিভাগের চার জেলায় ৪৭৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর