সিলেট: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২৫ জন। আজ বৃহস্পতিবার সকালে সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য জানান।
তিনি আরও জানান, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া চারজনই সিলেট জেলার বাসিন্দা। তাঁরা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে বিভাগের চার জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৪ জন, সুনামগঞ্জে ৩০, হবিগঞ্জে ১৯ এবং মৌলভীবাজারে ৩৩ জন।
গত ২৪ ঘণ্টার শনাক্ত নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৬৫২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৩২১ জন, সুনামগঞ্জে দুই হাজার ৯১৯, হবিগঞ্জ জেলায় দুই হাজার ৬১৮ ও মৌলভীবাজারে দুই হাজার ৭৯৪ জন।
এদিকে, একই দিনে সিলেট বিভাগে নতুন করে ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। সিলেটের চার জেলা মিলে ২৮৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৭৩ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালের। এ ছাড়া সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬১ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।