সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়িতে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শিববাড়ির দেব মার্কেটের একটি দোকানে এই আগুন লাগে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেট বিভাগের উপসহকারী পরিচালক খন্দকার সানাউল হক। তিনি বলেন, ‘দেব মার্কেটের একটি দোকানে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই লাখ টাকার মালামাল পুড়েছে।’
স্থানীয় লোকজন জানান, দেব মার্কেটের একটি দোকানে তেল মজুত করে রাখা হয়েছিল। গতকাল রাত আড়াইটার দিকে ওই দোকানে আগুন দেখা যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।