হোম > সারা দেশ > সিলেট

সিলেটে এবার শপিং কমপ্লেক্সের পার্কিংয়ের গাড়িতে আগুন

সিলেট প্রতিনিধি

গত কয়েক দিন থেকে সিলেট নগরীতে আগুন আতঙ্ক বিরাজ করছে। গত দুদিন নগরীর দরগাহ গেট ও চৌহাট্টায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবার সিলেট নগরের দর্শন দেউরী এলাকার ১৫ তলা ভবন আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার শপিং কমপ্লেক্সটির আন্ডারগ্রাউন্ডে পার্কিং করে করে রাখা একটি গাড়ির থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে গাড়িতে আগুন লেগেছে সেটি গাড়ির মালিক বা ফায়ার সার্ভিসের কেউই বলতে পারছেন না। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের তৃতীয় বেসমেন্টে থাকা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-ঘ ১৩-৫০১৭) সামনে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখা যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ আগুন অন্যত্র ছড়ায়নি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

গাড়ির মালিক আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের ৬ তলার বাসিন্দা দেওয়ান আজোয়াদ মজিদ জানান, গাড়িটি পুরোনো। কিছুদিন আগে তিনি সেটি ৫ লাখ টাকা দিয়ে একজনের কাছ থেকে কিনেছিলেন তিনি। 

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, ‘আমরা দুপুর ১২টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পাই। খবর পেয়েই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং তিনটা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গাড়ি ছাড়া আর কোথাও আগুন ছড়ায়নি। কেউ হতাহতও হয়নি।’ 

স্টেশন অফিসার বলেন, ‘কি কারণে আগুন লাগল সেটি এখনো জানা যায়নি। এটি খানিকটা রহস্যজনক। কারণ-আশপাশে বিদ্যুতের লাইনও ছিল না। বা গাড়ি অধিক চলার কাছে হিট হয়ে আছে-এমনটিও নয়। তাহলে আগুন লাগল কীভাবে? বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ 

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত