হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ রুয়েল রিছিল (২৮) দাহাপাড়া এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃষক অনুত সাংমার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বেড়েছিল। আজ মঙ্গলবার বিকেলে দাহাপাড়া এলাকার চারজন বন্ধু মিলে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে রুয়েলের হাতে থাকা জাল নদীতে নিক্ষেপ করলে জালের টানে তিনি পানিতে পড়ে তলিয়ে যায়। 

তাঁকে রক্ষা করতে অন্য বন্ধু নবু পাঠাং, দারিউন সাংমা, সমুয়েল পাঠাং নদীতে ঝাঁপ দেয়। পরে তাঁদের চোরাবালিতে হাবুডুবু খেতে দেখে স্থানীয় আল আমীন নামের এক যুবক এসে তাঁদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। 

দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ডুবুরি দলকে খবর দেই। পরে ডুবুরি দল আসলে সন্ধ্যা থকেই উদ্ধার কাজ চলমান রয়েছে।