হোম > সারা দেশ > নেত্রকোণা

গণসংগীত গেয়ে নেত্রকোনায় ঝুমন দাশের মুক্তির দাবি

প্রতিনিধি, নেত্রকোনা, (ময়মনসিংহ)

সুনামগঞ্জের শাল্লায় গ্রেপ্তার যুবক ঝুমন দাশের মুক্তির দাবিতে মানববন্ধন ও গণসংগীত করেছে নেত্রকোনা জেলা উদীচী। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উদীচীর নারায়ণ কর্মকার ও সংগীত প্রশিক্ষক তন্দ্রা রায়ের পরিচালনায় গণসংগীত পরিবেশন করে তাঁদের প্রতিবাদ ও দাবি ব্যক্ত করেন। জেলা উদীচীর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক রাজন ভদ্রের সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে আটকে রাখা স্বাধীন দেশে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ। একই সঙ্গে তা সংবিধান পরিপন্থী। এ ছাড়াও হিন্দুধর্মাবলম্বীদের বসতিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার আসামিদের অনেকেই জামিনে রয়েছেন। তাই ঝুমন দাশসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা সবার নিঃশর্তে মুক্তি দাবি করেন বক্তারা। একই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

প্রসঙ্গত, এ বছরের ১৭ মার্চ হেফাজতে ইসলামের নেতা মাওলা মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছেন ঝুমন দাশ। এমন অভিযোগ এনে শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় অন্তত ৯০টি বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ও মন্দির ভাঙচুর করা হয়। এরপর ঝুমন দাশের বিরুদ্ধে গত ২৪ মার্চ শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলায় ঝুমন দাশ এখনো আটক রয়েছেন। তার পক্ষে একাধিকবার জামিনের আবেদন করা হলেও তিনি জামিন পাননি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক হারাধন সাহা, স্বপন কুমার পাল, অসিত ঘোষ, কল্পনা ঘোষ, আল্পনা বেগম ও নীলম বিশ্বাস।