হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রায় অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, সময় টিভির প্রতিনিধি আলপনা বেগম, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি শিমুল মিল্কী, দৈনিক যুগান্তরের প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সোহান আহমেদ কাকন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল ও আটপাড়া প্রতিনিধি ফয়সাল চৌধুরী প্রমুখ।