হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় প্রায় আড়াই হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ১ 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে আসা ২ হাজার ৪৭৫ কেজি (৫৫ বস্তা) ভারতীয় চিনিসহ একটি কার্গো ট্রাক জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে জড়িত এক কারবারিকে আটক করেছে। 

আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল এলাকায় এ ঘটনাটি ঘটে। 

আটক কারবারি হলেন—মো. ওবায়দুল্লা হক। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাদিগাটা গ্রামের বাসিন্দা। 

পুলিশ বলছে, অবৈধভাবে চিনি পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কার্গো ট্রাক থেকে ৫৫ বস্তা চিনি জব্দ করা হয়। ওই চিনির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা। ভারত থেকে অবৈধভাবে এসব চিনি নিয়ে এসে দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে, দেশের বিভিন্ন স্থানে পাচার হয়। 

এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভারত থেকে চোরাইপথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আইনি কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে।’