হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় এক কিশোরী (১৪) সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি লিমন মিয়া ওরফে বাব্বাকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। আজ সোমবার সকালে নেত্রকোনা সদরের বটতলা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে বাব্বাকে কলমাকান্দা থানায় সোপর্দ করা হয়। 

বাব্বা কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের রমজান আলীর ছেলে। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় বান্ধবীদের সঙ্গে স্থানীয় ওয়াজ মাহফিলে যায় ভুক্তভোগী ওই কিশোরী। ওই ওয়াজ মাহফিল চলাকালীন বিদ্যুৎ চলে যায়। পরে খাবারের জন্য বান্ধবীদের সঙ্গে খালার বাড়িতে যায়। পরে পুকুরে হাত-মুখ ধুতে গেলে ওত পেতে থাকা বাব্বা, রুবেল মিয়া ও শাহ আলম মিয়া তাকে মুখ চেপে ধরে পাশের জমিতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গত শুক্রবার (১১ জানুয়ারি) ভুক্তভোগী ছাত্রীর বড় বোন বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। ওই দিনই শাহ আলম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার (১৪ জানুয়ারি) মামলার অপর আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তবে মামলার প্রধান আসামি লিমন মিয়া ওরফে বাব্বা পলাতক ছিলেন। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে বাব্বাকে আদালতে পাঠানো হবে।