হোম > সারা দেশ > নেত্রকোণা

এক বছরের সাজার ভয়ে ৬ বছর ধরে পলাতক আসামি গ্রেপ্তার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মো. নুরুদ্দিন মিয়া (৫৫) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে পৌরশহরের দৌলতপুর এলাকার হাসপাতালের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নুরুদ্দিন মিয়া পৌরশহরের দৌলতপুরের বাসিন্দা।

পুলিশ জানায়, মাদকের একটি মামলায় ২০১৫ সালে তাঁর ১ বছরের সাজা হয়েছিল। এরপর থেকে দীর্ঘ ৬ বছর বিভিন্ন কৌশলে তিনি পালিয়ে ছিলেন। পরে গতকাল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার এএসআই সোহেল রানা বলেন, দীর্ঘদিন ধরে নুরুদ্দিনকে ধরার চেষ্টা চলছিল। তবে বিভিন্ন কৌশলে পুলিশের চোখ এড়িয়ে লুকিয়ে ছিল। শেষে অটোরিকশা চালকের ছদ্মবেশ ধারণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।