নেত্রকোনায় মোটরসাইকেলচাপায় শামছুল আলম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে আমতলা-নেত্রকোনা সড়কের রুহি কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামছুল আলম সদর উপজেলার বাংলা ইউনিয়নের রুহি গ্রামের মজিবুর রহমানের ছেলে। অন্যদিকে আহত মাসুদ মিয়া একই গ্রামের আব্দুল বারেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে নেত্রকোনা-আমতলা সড়কের রুহি এলাকায় পৌঁছালে সড়কে বসে থাকা শামছুল আলমকে চাপা দেন মাসুদ মিয়া। দুর্ঘটনার পর কিশোরকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার মো. ইছহাক আলী শামছুল আলমকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাখের আহম্মেদ বলেন, এ ঘটনায় চালক গুরুতর আহত হন। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।