নেত্রকোনার খালিয়াজুরীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোশারফ (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নাওটানা হাওরে বৃহস্পতিবার সকালে গরুর জন্য ঘাস কাটতে যায় ওই ছাত্রী। এ সময় একই ইউনিয়নের বোয়ালী গ্রামের মোশারফ তাকে একা পেয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীকে একটি নৌকা করে বোয়ালী বাজারে নিয়ে ফেলে রেখে চলে যায়। এ ঘটনা বাড়িতে গিয়ে মায়ের কাছে জানায় মেয়েটি। তার মা বিষয়টি আশপাশের লোকজনকে জানালে উত্তেজিত জনতা মোশারফকে ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মোশারফকে থানায় নিয়ে যায়।
মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হাকিম ঘটনার সত্যতা স্বীকার বলেন, ‘স্থানীয়রা মোশারফকে আমার কাছে নিয়ে এসে ধর্ষণের বিষয়টি অবহিত করে। আমি তাৎক্ষণিক বিষয়টি ইউএনও ও ওসি সাহেবকে জানাই। পরে পুলিশ এসে মোশারফকে থানায় নিয়ে যায়।’
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে মোশারফকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা পাঠানো হয়েছে। এছাড়া জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য তাকে আদালতে নেওয়া হবে।’