টানা বৃষ্টিতে নেত্রকোনার উপদাখালী নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৭ ঘণ্টায় সোমবার দুপুর নাগাদ উপদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে ২৫ সেন্টিমিটার বেড়েছে। এ ছাড়া সোমেশ্বরী ও কংশ নদীর পানিও বেড়ে চলেছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকাল ৯টায় উপদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে বইছিল। পরে ভারী বৃষ্টি হওয়ায় উপদাখালী নদীর পানি দ্রুত বেড়ে চলেছে।’
তিনি বলেন, ‘এ ছাড়া সোমেশ্বরী ও কংশের পানিও বাড়ছে। সোমেশ্বরী নদীর পানি বেড়ে বিজয়পুর পয়েন্টে ৫ দশমিক ১৯ সেন্টিমিটার ও দুর্গাপুর পয়েন্টে ১ দশমিক ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। কংশের পানি বেড়ে জারিয়া পয়েন্টে ১ দশমিক ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।’