হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করায় দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের পূর্বধলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

এর আগে বুধবার রাতে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মেঘশিমুল মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল খান ও দ্বীন ইসলাম। তাঁরা টিকটকার বলে জানিয়েছে সেনাবাহিনী। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উজ্জ্বল খান গত বুধবার বিকেলে গোপনে গ্রামের এক নারীর গোসলের ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি ওই নারী বুঝতে পেরে চিৎকার করেন। তখন আশপাশের লোকজন এসে উজ্জ্বলকে আটক করে। ততক্ষণে উজ্জ্বল তাঁর মোবাইল ফোনে ধারণ করা গোসলের ভিডিও ডিলিট করে দেন। কিন্তু মোবাইল চেক করতে গিয়ে পূর্বের ধারণ করা গোসলের ভিডিও দেখতে পায়। পরে মোবাইল ফোন রেখে জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

এ বিষয়ে পরে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ জানায় ভুক্তভোগীর পরিবার। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করে। জিজ্ঞাসাবাদে দীন ইসলাম নামে আরও একজন জড়িত বলে জানান উজ্জ্বল। পরে দীন ইসলামকেও অভিযান চালিয়ে আটক করা হয়। 

পূর্বধলা থানার (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে ওই দুজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন