হোম > সারা দেশ > নেত্রকোণা

এক খামারেই ৪ দিনে মারা গেল কোরবানির ২৬টি গরু 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪ দিনে একজন খামারির ২৬টি গরু মারা গেছে। আরও বেশ কয়েকটি গরু অসুস্থ রয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা খামারির।

তিনি জানিয়েছেন, নেপিয়ার ঘাস খাওয়ানোর পর থেকেই গরুগুলো অসুস্থ হতে শুরু করে এবং পরদিন থেকেই মারা যেতে শুরু করেছে। এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা বলছেন, নাইট্রেট বিষক্রিয়ায় এমনটি ঘটে থাকতে পারে। ঘাসগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনা ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে। কোরবানির জন্য বিক্রির উদ্দেশে লালন-পালন করা এসব ষাঁড় গরুর মৃত্যুতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি জাহেরুল ইসলাম।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় কাঁচা নেপিয়ার ঘাস খাওয়ানোর পরই খামারের গরুগুলো অসুস্থ হয়ে যায়। রোববার থেকে একে একে গরু মারা যেতে শুরু করে। এ পর্যন্ত ২৬টি মারা গরু গেছে। আরও অনেকগুলো গরু অসুস্থ হয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘খামারের সবগুলো ষাঁড় গরু এই ঈদে বিক্রির জন্য গড়ে তুলেছিলাম। সব মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হলো আমার।’

এ বিষয়ে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা গিয়ে থাকতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমাদের মেডিকেল টিম খামারির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অন্য গরুগুলোর চিকিৎসা সেবা দিচ্ছে এবং খোঁজ-খবর রাখছেন।’

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০