হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় যুবককে বাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

নিহত রাব্বি। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৮টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম রাব্বি (২২)। তিনি টেংগাপাড়ার আনিছ মিয়ার ছেলে। আনিছ পেশায় মাছ ব্যবসায়ী। রাব্বি তাঁর বাবার সঙ্গে মাছের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিলেন। রাত ৮টার দিকে তাঁকে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছুরিকাঘাতের পর প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়েন রাব্বি। সেই সঙ্গে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ছুরিকাঘাতে রাব্বির ফুসফুস বের হয়ে গিয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু