হোম > সারা দেশ > ময়মনসিংহ

নালিতাবাড়ীতে বন্য হাতির মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তের মায়াঘাঁষি এলাকা থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে মায়াঘাঁষি গ্রামের কৃষক চাঁন মিয়ার ধান খেত থেকে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৯ নভেম্বর জেলার শ্রীবরদী উপজেলার মালাকাচা এলাকার সানাঝুঁড়ি টিলা থেকে আরেকটি বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে জেলায় দুটি বন্য হাতির মরদেহ উদ্ধারের ঘটনা ঘটল। 

বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গত কয়েক দিন ধরে খাদ্যের সন্ধানে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্য হাতির একটি দল লোকালয়ে নেমে এসে ফসলের খেতে হানা দেয়। এর মধ্যেই শুক্রবার ভোরে পানিহাতা সীমান্তের মায়াঘাঁষি এলাকায় ফসলি খেতের পাশে একটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকার খবর পায় বন বিভাগ। উদ্ধার হওয়া বন্য হাতিটি মাদি এবং এটির বয়স দুই বছর। 

এ বিষয়ে মায়াঘাঁশি গ্রামের কৃষক সোবহান আলী বলেন, ‘কয়েক দিন ধরেই হাতির দল ফসলি জমিতে নেমে আসছে। আজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে হাতির প্রচণ্ড গর্জন শোনা যায়। মনে হচ্ছিল বাড়ি-ঘর কাঁপছে। পরে সকালে ধান খেতে এই হাতির মরদেহ দেখতে পাই।’ 

একই গ্রামের আব্বাস আলী (২৮) বলেন, ‘হাতির দল যেন ফসলের ক্ষতি করতে না পারে তাই এলাকাবাসী টর্চ, মশাল নিয়ে মধ্যরাত পর্যন্ত হাতি তাড়ানোর চেষ্টা করি। পরে আজ সকালে হঠাৎ হাতির মরদেহের খবর পাই।’ 

উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মঈন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বন্য হাতিটি পুরুষ এবং বয়স আনুমানিক দুই বছর। হাতিটির দাঁত উঠতে শুরু করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ধান খেয়ে অসুস্থতাজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বলা যাবে কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে। আমরা হাতিটির বিভিন্ন অঙ্গ পরীক্ষাগারে পাঠাব।’ 

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ