ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চালক আল আমিন (৪০) ও তাঁর সহকারী রাশেদুল ইসলাম (২৮)। আল আমিন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার জয়নাল মিয়ার ছেলে এবং রাশেদুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার কালিবাড়ি গোদারা ঘাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ময়মনসিংহগামী লেনে একটি পণ্যবাহী ট্রাকের চাকা ফেটে সেটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাই। একজন ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বলেন, ‘দুজনের মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। দুটি ট্রাক জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুয়াশা, ক্লান্তি বা ঘুমভাবের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছি।’