ময়মনসিংহে ড্রামট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী জুয়েল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েল মিয়া জেলার হালুয়াঘাট উপজেলার মনিপুড়া এলাকার আলাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ বাজারের মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় জুয়েল মিয়া তাঁর শ্যালকের মোটরসাইকেলে পেছনে বসে হালুয়াঘাটে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি শম্ভুগঞ্জ বাজারের মোড়ে আসতেই একটি মাহেন্দ্রের সঙ্গে ধাক্কা লাগে। এতে জুয়েল মিয়া মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি ড্রামট্রাক জুয়েল মিয়াকে পিষে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।