ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মেডিকেলে করোনায় ২৩৭ জন এবং উপসর্গ নিয়ে ৭৯৪ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে, ময়মনসিংহ সদর উপজেলার দুজন, নেত্রকোনা সদর উপজেলার সাতজন, টাঙ্গাইলের ও জামালপুর সদর উপজেলার দুজন এবং গাজীপুরের, শেরপুর, হালুয়াঘাট, নান্দাইল, ত্রিশাল ও মুক্তাগাছার একজন করে রয়েছেন।
ডা. মুন বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৮০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন ও সুস্থ হয়েছেন ৪৩ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৯২০টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৬৩ জন করোনা শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় দুজনসহ জেলায় করোনায় মারা গেছে ১১১ জন।