হোম > সারা দেশ > নেত্রকোণা

ছাত্রদল নেতার গুদাম থেকে ১৭ লাখ টাকার ভারতীয় কম্বল ও সিগারেট জব্দ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদল নেতার গুদাম থেকে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কম্বল ও সিগারেট ফিল্টার জব্দ করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির গুদামঘর থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি।

জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৩৩১টি কম্বল ও ১ লাখ ৪০ হাজার সিগারেটের ফিল্টার। এসবের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল নেতা এরশাদুর রহমানের বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে।

নেত্রকোনার কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশ এ তথ্য জানিয়েছেন। জব্দ মালামাল নেত্রকোনা ৩১ বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এরশাদুর রহমানের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ। তিনি বলেন, ‘ঘটনাটি আমরাও শুনেছি। ছাত্রদলের কোনো নেতা বা কর্মী কোনো অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত জিরো টলারেন্স। অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র