ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর প্রথমবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়।
জানা যায়, এবার বোর্ডের অধীনে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার ৮৭টি কেন্দ্রে ২৮১টি প্রতিষ্ঠানের ৭০ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তাঁদের মধ্যে ৩৪ হাজার ৬৩০ জন ছাত্র এবং ৩৬ হাজার ৩১১ জন ছাত্রী রয়েছে। সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ময়মনসিংহে আর সবচেয়ে কম শেরপুর জেলায়।
প্রথম দিন সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং বিকেলে লঘু সংগীত প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের চার জেলায় প্রথম দিনের পরীক্ষায় ২১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান পানির ব্যবস্থা করা হয়। শারীরিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীদের বসানো হয়েছে।
ময়মনসিংহ শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ৮ হাজার ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন, জামালপুর জেলার ২ হাজার ৫৮৫ জনের মধ্যে ৫৫ জন, শেরপুর জেলায় ১ হাজার ৬৩৪ জনের মধ্যে ৪১ জন এবং নেত্রকোনা জেলায় ৮৮৭ জনের মধ্যে ২০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কাউকে বহিষ্কার করা হয়নি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেন, আজ সকালে কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছি। বিভাগে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।