হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুর-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ৬৩ ভোট পেয়েছেন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-২ (ইসলামপুর) আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী হোসেন রেজা বাবু (সোনালি আঁশ) ৬৩ ভোট পেয়েছেন। আসনে মোট ৯২টি কেন্দ্রের কোনো কোনোটিতে তিনি একটি করে ভোট পেলেও অধিকাংশ কেন্দ্রেই কোনো ভোট পাননি। তাতে তিনি শুধু জামানতই হারাননি, তাঁকে নিয়ে এলাকায় হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।

এ আসনে ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীন পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট।

এ ছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ ১০ হাজার ২২০ ভোট এবং ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী মণ্ডল পেয়েছেন ৭০৬ ভোট।

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী জামালপুর-২ আসনে ৯২টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৬৪ হাজার ৯০৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৮৫ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজর ৮২১ জন।

উল্লেখ্য, অ্যাডভোকেট হোসেন রেজা বাবু তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। তিনি উপজেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র