হোম > সারা দেশ > ময়মনসিংহ

নারীর গোসলের ছবি পোস্টারিং করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, কাঠমিস্ত্রি গ্রেপ্তার

প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের মোসাহেব আলীর ছেলে রফিকুল ইসলাম বিভিন্ন এলাকায় কাঠমিস্ত্রির কাজ করেন। এরই ধারাবাহিকতায় এক বাড়িতে কাজ করতে গিয়ে এক নারীর সঙ্গে পরিচয় হয়। কাজের সুবাদে বেশ কয়েকবার তাঁদের মধ্যে মোবাইল ফোনে কথাও হয়। এর কিছুদিন পর গোসলখানায় গোসল করার সময় কৌশলে ওই নারীর কিছু ছবি তোলে রফিকুল। পরে ওই ছবিগুলো বিকৃত করে ওই নারীর ইমোতে পাঠিয়ে দেয়। 

একপর্যায়ে রফিকুল ওই নারীকে অনৈতিক প্রস্তাবও দেয়। পরে তাঁর বিকৃত ছবিগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে রফিকুল। টাকা দিতে রাজি না হওয়ায় রফিকুল ওই ছবিগুলো ছোট পোস্টার আকারে ওই নারীর গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। 

বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার রাতে ওই নারী সরিষাবাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে সরিষাবাড়ী থানা-পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই ভাটারা ইউনিয়নের গাবতলী বাজার থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। 

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এস আই) আরিফুল ইসলাম জানান, অভিযোগকারীর ছবি বিকৃত করে ছোট পোস্টার আকারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে রফিকুলকে আটক করে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। 

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০