হোম > সারা দেশ > কুষ্টিয়া

এমপিকে ‘ভালোবেসে’ সোনার ট্রাক উপহার দিলেন কর্মী

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীকে উপহার হিসেবে তাঁর ট্রাক প্রতীকের আদলে সোনার ট্রাকের ব্যাজ উপহার দিয়েছেন এক কর্মী। এর কিছু ছবি ফেসবুকে ছড়ে। 

মো. আকরাম হোসেন নামে ট্রাক প্রতীকের এক সমর্থকের ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে দেখা যায়, মো. জনি নামে ওই কর্মী গত রোববার সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর বাসায় গিয়ে সোনার ট্রাক ব্যাজটি তাঁর গায়ে থাকা সোয়েটারে গেঁথে দেন। 

এর আগে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে রেজাউল হক চৌধুরী সোনার নৌকা উপহার নিয়ে সমালোচিত হয়েছিলেন সে সময়। 

জানা গেছে, রোববার দৌলতপুরে এমপি রেজাউল হক চৌধুরীর বাসায় বেশ ঘটা করে সোনার ট্রাকের ব্যাজ নিয়ে উপস্থিত হন হোগলবাড়িয়া ইউনিয়নের কর্মী জনি আলী। এ সময় তাঁর সঙ্গে ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা-কর্মী ছিলেন। 

এ বিষয়ে জনির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো স্বার্থ হাসিল বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধু ভালোবেসে ব্যক্তিগতভাবে সোনার ট্রাকটি তৈরি করে দিয়েছি।’ 

তবে এটি কুষ্টিয়া জেলার বাইরে থেকে ২১ ক্যারেটের সোনা দিয়ে বানানো। তবে কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে কিংবা কোথা থেকে বানানো সে বিষয়ে তথ্য দিতে রাজি হননি জনি। 

জনি বলেন, ‘খেলায় জিতে অনেকে আনন্দ উপভোগ করেন। আমার এ সোনার ট্রাক দেওয়া তেমনই আনন্দের।’ 

রেজাউল হক চৌধুরী সোনার ট্রাক উপহার নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বাসায় অসংখ্য লোক ফুল, ডায়েরি ও অন্যান্য উপহার নিয়ে এসেছেন। তার মধ্যে ট্রাকটি ছিল। এটি সোনার কি না পরে বুঝতে পেরেছি। তবে যে ছেলেটি দিয়েছে তাকে আমি চিনিও না, জানিও না।’ 

এদিকে ট্রাক উপহারের ছবি ফেসবুকে পোস্ট করে পরে প্রত্যাহারও করেছেন মো. আকরাম হোসেন নামের সেই সমর্থক। তবে তাঁর কাছে পোস্ট কেন প্রত্যাহার করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকার লোকজনের কথায় পোস্টটি ডিলিট করেছি। তাঁরা বলেছেন এসব পোস্ট না করাই ভালো।’

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ