হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত লিটন বিশ্বাস দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে। 

জানা গেছে, লিটন শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে মালামাল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকা দিয়ে ফিরছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ বর্তমানে ভারতের হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, ‘বিলগাথুয়া মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস সন্ধ্যায় ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করে। হত্যার পর মরদেহ তারা নিয়ে গেছে বলে শুনেছি।’ 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, ‘ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন করেছিল। একজনের মরদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছে। তারা হোয়াটসঅ্যাপে তাঁর ছবিও পাঠিয়েছে।’ 

সীমান্তে হত্যার বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদ বলেন, ‘এ রকম একটি বিষয় শোনার পরে আমরা বারবার বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের কোনো সহযোগিতা করছে না, যার ফলে আমরা এই মুহূর্তে সঠিক তথ্য দিতে পারছি না। সর্বশেষ তাদের পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রেখেছি এবং তাদের সঙ্গে যোগাযোগ চলছে।’ 

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ