হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের দিঘিরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। 

ওপর দিয়ে হাঁটার সময় এক শিক্ষার্থী। এ সময় একটি ট্রেন এসে তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় ওই শিক্ষার্থী ট্রেনলাইনের বাইরে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। 

নিহত শিক্ষার্থী সাইফুল ইসলাম (১৬) ইউনিয়নের জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের ছাত্র এবং দরবেশপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। 

এলাকাবাসী জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাইফুল কানে হেডফোন লাগিয়ে কুষ্টিয়া-রাজবাড়ি রেললাইনের ওপর কুমারখালীর সদকী ইউনিয়নের দিঘিরপাড়া এলাকার হাঁটছিল। এ সময় নকশিকাঁথা নামক ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় সে ট্রেনলাইনের বাইরে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যায়। 

এ বিষয়ে সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, কানে হেডফোন লাগিয়ে হাঁটছিল সে। এ সময় পেছন থেকে একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দিলে ছিটকে পড়ে মারা যায়। 

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, ট্রেনের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অফিসার ফোর্স পাঠানো হয়েছে। 

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা