হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের দিঘিরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। 

ওপর দিয়ে হাঁটার সময় এক শিক্ষার্থী। এ সময় একটি ট্রেন এসে তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় ওই শিক্ষার্থী ট্রেনলাইনের বাইরে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। 

নিহত শিক্ষার্থী সাইফুল ইসলাম (১৬) ইউনিয়নের জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের ছাত্র এবং দরবেশপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। 

এলাকাবাসী জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাইফুল কানে হেডফোন লাগিয়ে কুষ্টিয়া-রাজবাড়ি রেললাইনের ওপর কুমারখালীর সদকী ইউনিয়নের দিঘিরপাড়া এলাকার হাঁটছিল। এ সময় নকশিকাঁথা নামক ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় সে ট্রেনলাইনের বাইরে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যায়। 

এ বিষয়ে সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, কানে হেডফোন লাগিয়ে হাঁটছিল সে। এ সময় পেছন থেকে একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দিলে ছিটকে পড়ে মারা যায়। 

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, ট্রেনের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অফিসার ফোর্স পাঠানো হয়েছে। 

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ