হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে ‘পূর্বশত্রুতার জেরে’ হামলায় একজন নিহত, বাড়িতে আগুন অন্য পক্ষের

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাকির মোল্লা নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বজনেরা বিক্ষুব্ধ হয়ে অপর পক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকালে উপজেলার হোগলবাড়ী ইউনিয়নের কল্যাণপুর এলাকার সাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানার উপপরিদর্শক চিরঞ্জীত মণ্ডল।

নিহত জাকির মোল্লা (৪৫) হোগলবাড়ী ইউনিয়নের কল্যাণপুর এলাকার সাহপুর গ্রামের আরব মণ্ডলের ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাকির মোল্লার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার আবু মণ্ডলের লোকদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে  জাকির মোল্লার প্রতিপক্ষের লোকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে জাকির মোল্লার মৃত্যু হয়। এর জেরে নিহতের স্বজনেরা আবু মণ্ডলের লোকদের বাড়িতে আগুন দেয়। পরে আগুন নিয়ন্ত্রণ আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। 


ঘটনাস্থল পরিদর্শন করা দৌলতপুর থানার উপপরিদর্শক চিরঞ্জীত মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নিহতের স্বজনেরা অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন আগুন নিয়ন্ত্রণে। 

ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। এলাকায় পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লাশ থানায় নেওয়া হয়েছে। বাকি সব আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল