হোম > সারা দেশ > কুষ্টিয়া

কারও মনে আঘাত লাগলে তারাও ষড়যন্ত্রের অংশীদার: সাংবাদিককে গ্রেপ্তার প্রসঙ্গে হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে কোনো উক্তি কারও উদ্ধৃতি দিয়ে ছাপানো হয়, যা সে বলেই নাই, টাকা দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে। এটি একটি চরম অপরাধমূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা এই কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই যৌক্তিক। সেই আইনগত ব্যবস্থা নেওয়ার পরে যদি কারও মনে আঘাত লাগে, তবে তারাও এই ষড়যন্ত্রের অংশীদার।’ 

আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

এ সময় হানিফ আরও বলেন, ‘এই সরকারের সময় সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে সাংবাদিকদের। ঘটানো হয়েছে সংবাদমাধ্যমের ব্যাপক বিস্তৃতি। সাংবাদিকেরা নিয়মিত যেভাবে খুশি লিখছে, সরকারের সমালোচনা করছে, তাতে কারোর কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমাদের যেখানে মূল জায়গা, সেই স্বাধীনতার ওপর যদি আঘাত আসে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব, জনগণও সেটাই প্রত্যাশা করে।’
 
এমন ষড়যন্ত্র নতুন নয় জানিয়ে হানিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি নতুন নয়। এক-এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিল। পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, যা এই পত্রিকায় ফলাও করে সে সময় ছাপানো হয়েছে। ২৬ মার্চের এ ঘটনাও আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র। 

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের এক বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘যাদের দলের ঘরে অশান্তি, তারা তো সব সময় অস্বস্তির কথা বলবেই। তাদের নিজের মধ্যেই এখনো ক্ষমতা নিয়ে গৃহদাহ চলছে। সে জন্য জাপা চেয়ারম্যান অস্বস্তিতে আছেন। সেটা আমরা জানি। সে জন্য তিনি বলছেন, দেশের মানুষ অস্বস্তিতে আছে।’

এ সময় কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসসহ জেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব তুলে দেওয়া হয়।

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১