হোম > সারা দেশ > কুষ্টিয়া

দ্রুতগতির ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দ্রুতগতির ট্রাক চাপায় শাহেদ আলী (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক শাহেদ আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শাহেদ আলী মুরগি বোঝাই ভ্যান নিয়ে কুষ্টিয়া শহরের দিকে আসছিলেন। এ সময় তিনি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় ভ্যান নিয়ে পৌঁছালে একই দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তবে ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। 

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার